"Of Studies" by Francis Bacon Bengali Meaning | Class 11 | Semester 2 | WBCHSE | BA English Honours | English Literature | Essay | SSC SLST | বাংলায় অনুবাদ (Part-2)

Dipak Kumar Hazra

"Of Studies" by Francis Bacon Bengali Meaning | Class 11 | Semester 2 | WBCHSE | BA English Honours | English Literature | Essay | SSC SLST | বাংলায় অনুবাদ (Part-2)

Text (মূল পাঠ্যাংশ) - Some books also may be read by deputy, and extracts made of them by others; but that would be only in the less important arguments, and the meaner sort of books, else distilled books are like common distilled waters, flashy things. 

Pronunciation (উচ্চারণ) - সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদারস; বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইমপরট্যান্ট আর্গুমেন্টস, অ্যান্ড দ্য মিনার সর্ট অব বুকস, এলস ডিসটিলড বুকস আর লাইক কমন ডিসটিলড ওয়াটারস, ফ্লাসি থিংস।

Bengali Meaning (বাংলা অর্থ) - কিছু বই অন্যদের দিয়ে পড়াতে হয়, এবং অন্যদের দিয়ে সারাংশ তৈরি করতে হয়; কিন্তু তা কম গুরুত্বপূর্ণ এবং কম গুণগত বইয়ের জন্য, সংক্ষিপ্ত বইগুলি হল বিশুদ্ধ জলের মতো সাধারণ, স্বাদহীন জিনিস/বস্তু।

Text (মূল পাঠ্যাংশ) - Reading maketh a full man; conference a ready man; and writing an exact man.

Pronunciation (উচ্চারণ) - রিডিং মেকথ আ ফুল ম্যান; কনফারেন্স আ রেডি ম্যান; অ্যান্ড রাইটিং অ্যান এগজ্যাক্ট ম্যান। 

Bengali Meaning (বাংলা অর্থ) - পড়া একটি পরিপূর্ণ মানুষ তৈরি করে; কথোপকথন একটি প্রস্তুত/চটপটে মানুষ তৈরি করে; এবং লেখা একটি নিখুঁত/নির্ভুল মানুষ তৈরি করে। 

Text (মূল পাঠ্যাংশ) - And therefore, if a man write little, he had need have a great memory; if he confer little, he had need have a present wit: and if he read little, he had need have much cunning, to seem to know that he doth not. 

Pronunciation (উচ্চারণ) - অ্যান্ড দেয়ারফোর, ইফ আ ম্যান রাইট লিটিল, হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমরি; ইফ হি কনফার লিটিল, হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট: অ্যান্ড ইফ হি রিড লিটিল, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, টু সিম টু নো দ্যাট হি ডথ নট।

Bengali Meaning (বাংলা অর্থ) - এবং সেজন্য, যদি কোনো মানুষ কম লেখেন, তার তীক্ষ্ণ স্মৃতিশক্তি থাকা দরকার; এবং যদি কেউ কম কথোপকথন করেন, তার উপস্থিত বুদ্ধি থাকা দরকার; এবং যদি কেউ কম পড়েন, তার চতুরতা থাকা দরকার, যাতে বোঝা না যায় যে তিনি তেমন পড়াশোনা করে না।

Text (মূল পাঠ্যাংশ) - Histories make men wise; poets witty; the mathematics subtle; natural philosophy deep; moral grave; logic and rhetoric able to contend. 

Pronunciation (উচ্চারণ) - হিসটোরিজ মেক মেন ওয়াইজ; পোয়েটস উইকি; দ্য ম্যাথাম্যাটিকস সাটল; ন্যাচারাল ফিলোসফি ডিপ; মরাল গ্রেভ; লজিক অ্যান্ড রেটরিক‌ এবল টু কনটেন্ড।

Bengali Meaning (বাংলা অর্থ) - ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে; কবিতা মানুষের কল্পনাশক্তিকে বাড়ায়; অঙ্ক মানুষের সুক্ষ্ম বিচার বুদ্ধিকে বাড়ায়; প্রাকৃতিক দর্শন (বিজ্ঞান) জ্ঞানের গভীরতা বৃদ্ধি করে; নীতি শিক্ষা মানুষকে গভীরতা দেয়, যুক্তি এবং অলংকরণ মানুষের কথোপকথন ক্ষমতা বাড়ায়।

Text (মূল পাঠ্যাংশ) - Abeunt studia in mores [Studies pass into and influence manners].

Pronunciation (উচ্চারণ) - অ্যাবেউনট স্টুডিয়া ইন মোরেইস [স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানারস]

Bengali Meaning (বাংলা অর্থ) - পড়াশোনা আমাদের চরিত্র গঠন করে।/পড়াশোনা আমাদের আচরণকে প্রভাবিত করে।

Text (মূল পাঠ্যাংশ) - Nay, there is no stone or impediment in the wit but may be wrought out by fit studies; like as diseases of the body may have appropriate exercises. 

Pronunciation (উচ্চারণ) - নে, দেয়ার ইজ নো স্টোন অর ইমপেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ; লাইক অ্যজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস।

Bengali Meaning (বাংলা অর্থ) - না, বুদ্ধির এমন কোনো বাঁধা বা প্রতিবন্ধকতা নেই যা সঠিক পড়াশোনা দ্বারা দূর না করা যেতে পারে; ঠিক যেমন শারীরিক রোগের জন্য উপযুক্ত ব্যায়াম আছে।

Text (মূল পাঠ্যাংশ) - Bowling is good for the stone and reins; shooting for the lungs and breast; gentle walking for the stomach; riding for the head; and the like.

Pronunciation (উচ্চারণ) - বোলিং ইজ গুড ফর দ্যা স্টোন অ্যান্ড রেইন্স; সুটিং ফর দ্যা লাংস অ্যান্ড ব্রেস্ট; জেন্টল ওয়াকিং ফর দ্য স্টমাক; রাইডিং ফর দ্য হেড; অ্যান্ড দ্য লাইক।

Bengali Meaning (বাংলা অর্থ) - বোলিং কিডনির রোগের জন্য ভালো; শুটিং ফুসফুস এবং হৃদযন্ত্রের জন্য; মৃদু হাঁটা পাকস্থলীর জন্য; ঘোড়ায় চড়া মস্তিষ্কের জন্য; এবং আরও ইত্যাদি।

Text (মূল পাঠ্যাংশ) - So if a man's wit be wandering, let him study the mathematics; for in demonstrations, if his wit be called away never so little, he must begin again.

Pronunciation (উচ্চারণ) - সো ইফ আ ম্যান'স উইট বি ওয়ান্ডরিং, লেট হিম স্টাডি দ্য ম্যাথাম্যাটিকস; ফর ইন ডেমনসট্রেশনস, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, হি মাস্ট বিগিন আগেন।

Bengali Meaning (বাংলা অর্থ) - তাই যদি কোনো মানুষের মন অস্থির হয়, তাকে অঙ্ক করতে দেওয়া উচিত; অঙ্ক সমাধানের ক্ষেত্রে; যদি তার মন স্থির না হয়, তাহলে তাকে নতুন করে শুরু করতে হবে।

Text (মূল পাঠ্যাংশ) - If his wit be not apt to distinguish or find differences, let him study the Schoolmen; for they are cymini sectores [splitters of hairs].

Pronunciation (উচ্চারণ) - ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিসটিংগুইস অর ফাইন্ড ডিফারেন্সস, লেট হিম স্টাডি দ্য স্কুলমেন; ফর দে আর সিমিনাই সেকটরজ [স্পিলিটার্স অব হেয়ারস]

Bengali Meaning (বাংলা অর্থ) - যদি তার বুদ্ধি কোনো কিছুর মধ্যে তফাত বা পার্থক্য খুঁজতে সক্ষম না হয়, তাকে মধ্যযুগীয় দার্শনিকদের পড়তে দেওয়া উচিত; কারন তাঁরা চুলচেরা বিশ্লেষক/বিশ্লেষণকারী।

Text (মূল পাঠ্যাংশ) - If he be not apt to beat over matters, and to call up one thing to prove and illustrate another, let him study the lawyers' cases.

Pronunciation (উচ্চারণ) - ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটারস, অ্যান্ড টু কল আপ ওয়ান থিংস টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, লেট হিম স্টাডি দ্য লইয়ারস' কেসেস।

Bengali Meaning (বাংলা অর্থ) - যদি কেউ বিষয়ান্তরে না যেতে পারে, এবং একটি বিষয়কে মনে করে অপর একটি বিষয়কে প্রমাণ এবং ব্যাখা করতে সক্ষম না হয়, তাকে আইনজীবীদের মামলাগুলো পড়তে দিতে হবে।

Text (মূল পাঠ্যাংশ) - So every defect of the mind may have a special receipt.

Pronunciation (উচ্চারণ) - সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিট্।

Bengali Meaning (বাংলা অর্থ) - তাই মনের প্রতেকটা ত্রুটির জন্য বিশেষ প্রতিকার/নিরাময় আছে।

Post a Comment for ""Of Studies" by Francis Bacon Bengali Meaning | Class 11 | Semester 2 | WBCHSE | BA English Honours | English Literature | Essay | SSC SLST | বাংলায় অনুবাদ (Part-2)"