"Of Studies" by Francis Bacon Bengali Meaning | Class 11 | Semester 2 | WBCHSE | BA English Honours | English Literature | SSC SLST | বাংলায় অনুবাদ (Part-1)
Dipak Kumar Hazra
"Of Studies" by Francis Bacon Bengali Meaning | Class 11 | Semester 2 | WBCHSE | BA English Honours | English Literature | SSC SLST | বাংলায় অনুবাদ (Part-1)
Text (মূল পাঠ্যাংশ) - Studies serve for delight, for ornament, and for ability.
Pronunciation (উচ্চারণ) - স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, অ্যান্ড ফর এবিলিটি।
Bengali Meaning (বাংলা অর্থ) - পড়াশোনা দেয় আনন্দ, অলঙ্করণ এবং দক্ষতা।
Text (মূল পাঠ্যাংশ) - Their chief use for delight is in privateness and retiring; for ornament, is in discourse; and for ability, is in the judgment and disposition of business.
Pronunciation (উচ্চারণ) - দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়রিং; ফর অর্নামেন্ট, ইজ ইন ডিসকোর্স; অ্যান্ড ফর এবিলিটি, ইজ ইন জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিসন অফ বিজনেস।
Bengali Meaning (বাংলা অর্থ) - পড়াশোনার প্রধান ব্যবহার হল একাকিত্বে এবং অবসর সময়ে আনন্দ দেওয়া, কথোপকথনের সময় অলঙ্করণ করা; এবং বিচার বিবেচনা ও কাজ করার ক্ষেত্রে সক্ষমতা দান করা।
Text (মূল পাঠ্যাংশ) - For expert men can execute, and perhaps judge of particulars, one by one; but the general counsels, and the plots and marshalling of affairs, come best from those that are learned.
Pronunciation (উচ্চারণ) - ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলারস, ওয়ান বাই ওয়ান; বাট দ্য জেনারেল কাউনসেলস, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মারশ্যালিং অফ অ্যাফেয়ার্স, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড।
Bengali Meaning (বাংলা অর্থ) - কারন সুদক্ষ মানুষেরা কাজ সম্পূর্ণ করতে পারে, এবং হয়তো নির্দিষ্ট বিষয়গুলো বিচার বিবেচনা করতে পারে, একটা একটা করে; কিন্তু সাধারণভাবে পরামর্শ দিতে পারে, এবং পরিকল্পনা করতে পারে এবং কোনো কাজ সঠিকভাবে পরিচালিত করতে পারে, সেইসকল মানুষ যারা শিক্ষিত।
Text (মূল পাঠ্যাংশ) - To spend too much time in studies is sloth; to use them too much for ornament, is affectation; to make judgment wholly by their rules, is the humor of a scholar.
Pronunciation (উচ্চারণ) - টু স্পেনড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ; টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, ইজ অ্যাফেকটেশন; টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, ইজ দ্য হিউমার অফ আ স্কলার।
Bengali Meaning (বাংলা অর্থ) - পড়াশোনায় বেশি সময় ব্যয় করাটা হল অলসতা/ কুঁড়েমি; অলঙ্করণের জন্য পড়াশোনার বেশি ব্যবহার করাটা, হল ন্যাকামি; সম্পূর্ণ পাঠ্যপুস্তকের জ্ঞান দ্বারা বিচার বিবেচনা করাটা শিক্ষিত লোকের ভুল।
Text (মূল পাঠ্যাংশ) - They perfect nature, and are perfected by experience: for natural abilities are like natural plants, that need pruning, by study; and studies themselves do give forth directions too much at large, expect they be bounded in by experience.
Pronunciation (উচ্চারণ) - দে পারফেক্ট নেচার, অ্যান্ড আর পারফেক্টড বাই এক্সপেরিয়েন্স: ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস, দ্যাট নিড প্রুনিং, বাই স্টাডি; অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ, এক্সসেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপেরিয়েন্স।
Bengali Meaning (বাংলা অর্থ) - পড়াশোনা আমাদের স্বাভাবিক দক্ষতাগুলিকে উন্নত করে, এবং সেগুলির উন্নতি হয় অভিজ্ঞতার দ্বারা: কারন স্বাভাবিক দক্ষতাগুলি হল প্রাকৃতিক উদ্ভিদের মতো, যার কাটছাঁটের দরকার, পড়াশোনার দ্বারা; এবং পড়াশোনা বেশিমাত্রায় অস্পষ্ট নির্দেশনা দেয়, যদি না তা অভিজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
Text (মূল পাঠ্যাংশ) - Crafty men condemn studies, simple men admire them, and wise men use them; for they teach not their own use; but that is a wisdom without them, and above them, won by observation.
Pronunciation (উচ্চারণ) - ক্রাফটি মেন কনডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম, অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম; ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ; বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম, অ্যান্ড অ্যাভাব দেম, ওন বাই অবজারভেশন।
Bengali Meaning (বাংলা অর্থ) - চতুর লোক পড়াশোনাকে ঘৃণা করে, সাধারণ লোক পড়াশোনার প্রশংসা করে, এবং বুদ্ধিমান লোক পড়াশোনার সদব্যবহার করে; কারন পড়াশোনা তার নিজের ব্যবহার শেখায় না; কিন্তু এটা পড়াশোনার বাইরে এবং পড়াশোনার ঊর্দ্ধে একটি জ্ঞান যা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করতে হয়।
Text (মূল পাঠ্যাংশ) - Read not to contradict and confute; nor to believe and take for granted; nor to find talk and discourse; but to weigh and consider.
Pronunciation (উচ্চারণ) - রিড নট টু কনট্রাডিক্ট অ্যান্ড কনফিউট; নয় টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড; নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স; বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার।
Bengali Meaning (বাংলা অর্থ) - বিরোধীতা এবং কোনো কিছুকে ভুল প্রমাণ করার জন্য পড়ো না; কোনো কিছুকে বিশ্বাস এবং সত্য বলে মেনে নেওয়ার জন্যও না; কথাবার্তা এবং কথোপকথনের জন্যও না; বরং বিচার বিবেচনা এবং মূল্যায়ন করার জন্য।
Text (মূল পাঠ্যাংশ) - Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested; that is, some books are to be read only in parts; others to be read, but not curiously; and some few to be read wholly, and with diligence and attention.
Pronunciation (উচ্চারণ) - সাম বুকস আর টু বি টেস্টেড, আদরস টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড; দ্যাট ইজ, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস; আদরস টু বি রেড, বাট নট কিউরিয়াসলি; অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন।
Bengali Meaning (বাংলা অর্থ) - কিছু বই শুধুমাত্র স্বাদ নেবার জন্য, কিছু বইকে গিলে ফেলতে হয়, এবং কিছু বইকে চিবাতে হয় এবং হজম করতে হয়; অর্থাৎ, কিছু বইয়ের বিশেষ অংশটুকু পড়তে হয়; কিছু বই পড়তে হয়, কিন্তু বেশি আগ্রহের সাথে নয়; এবং কিছু বইয়ের পুরোটাই পড়তে হয়, অধ্যাবসায় এবং মনোযোগের সঙ্গে।

Post a Comment for ""Of Studies" by Francis Bacon Bengali Meaning | Class 11 | Semester 2 | WBCHSE | BA English Honours | English Literature | SSC SLST | বাংলায় অনুবাদ (Part-1)"